বছরের শেষপ্রান্তে কওমি মাদরাসাগুলো। ২৫তারিখ শেষ হচ্ছে ফাইনাল জামাতের পরিক্ষা, এরপর থাকবে লম্বা একটা বিরতি।
এই বিরতিকে একটুখানি কাজে লাগাতে আমরা আয়োজন করেছি বাংলা লেখালেখি কর্মশালা। ভিন্ন রকম সুদুরপ্রসারি চিন্তা নিয়ে এই কোর্সের আয়োজন।
২৬তারিখ শুক্রবার থেকে ৩০তারিখ মঙ্গলবার পর্যন্ত চলবে আমাদের এ কর্মশালা।
আল্লাহ সফল ও স্বার্থক করুন।