হিফজুল কুরআন বিভাগ
মহাগ্রন্থ আল-কুরআনুল কারীম ছহীশুদ্ধভাবে আরবী লাহজা অনুযায়ী তিন অথবা চার বৎসরে মুখস্ত করানো হয়।
বৈশিষ্ঠাবলী
(ক) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
(খ) ২৪ ঘন্টা নেগরানীর ব্যবস্থা
(গ) তারবিয়াতের দিকে বিশেষ দৃষ্টি রাখা হয়।
(ঘ) পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশের ব্যবস্থা।
দাওরায়ে হাদীস
সহীহ হাদীসের সুপ্রসিদ্ধ ৬টি গ্রন্থ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং ইমাম তাহাবী রহ. এর শরহু মা’আনীল আছার, ইমাম মালিক রহ. এর ময়াত্তা ও মুহাম্মদ রহ. এর মুয়াত্তা পড়ানো হয়।
মাদানী বিভাগ
আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম কর্তৃক প্রণিত আরবি মাধ্যমে পাঠদান ব্যবস্থা। মাদানী ১ম ও ২য় বর্ষ। (৬ষ্ট ও ৭ম শ্রেণী)
জান্নাত বিভাগ
মেট্রিক, আই.এ, বি.এ, পড়–য়া মেয়েদের জন্য পাঁচ বৎসরে দাওরায়ে হাদীস পর্যন্ত পড়ার বিশেষ সুযোগ। সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে প্রতি বৎসরে দুই সেশন করে পড়ানো হয়।
নূরানী
শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কারী বেলায়েত সাহেব রহ. এর উদ্ভাবিত পদ্ধতিতে অতি সহজে কুরআনুল কারীম, বাংলা, ইংরেজী, অংক সহ সকল বিষয়াদী পাঠদান করা হয়।
প্রাথমিক
১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত কুরআন শরীফ, বাংলা, আরবী, অংক, ইংরেজী ইত্যাদি পড়ানো হয়।
মাধ্যমিক
সরফ থেকে নিয়ে কাফিয়া (৬ষ্ট শ্রেণী থেকে নিয়ে দশম শ্রেণী) পর্যন্ত আরবী গ্রামার (সরফ,নাহু) আরবী ভাষা, ইনশা, ফিকাহ ইত্যাদি যতœ সহকারে পড়ানো হয়। সাথে সাথে বাংলা, অংক, ইংরেজীও পড়ানো হয়।
উচ্চ মাধ্যমিক
মুখতাসার থেকে নিয়ে মেশকাত পর্যন্ত ফিকাহ, বালাগাত, তাফসীর ও হাদীসের বিভিন্ন কিতাবাদী পড়ানো হয়।
উচ্চতর শিক্ষা “তাকমীলুল উলূম”
মেয়েদের দাওরায়ে হাদীসের পরে এক বৎসর মেয়াদী ফিকাহ, তাফসীর ও আরবী বিশেষ কোর্স।
কারিগরি
যতœ সহকারে মেয়েদেরকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়।
দা’ওয়াহ বিভাগ
জনসাধারণের মধ্যে দ্বীন পৌছানোর লক্ষ্যে ওয়াজ নসীহত, তা’লীম এর ব্যবস্থা করা হয়। সময়োপযোগী বিভিন্ন বিষয়ের উপরে লেফলেট বা বই ছাপানো ও বিতরন করা হয়।
ফাতওয়া
জনসাধারণের দ্বীনী যে কোন জিজ্ঞাসার জবাব প্রদান করা হয়।
রমযান মাসে বিশেষ প্রশিক্ষণসমূহ:-
(ক) ক্বিরাআত প্রশিক্ষণ,
(খ) সারফ-নাহু,
(গ) আরবী,