৮/০৫/২০২০ ঈসায়ী তারিখে জামেয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ী এর দীর্ঘদিনের মুহতামিম এবং প্রথম শাইখুল হাদিস আল্লামা আব্দুল মুমিন হুজুর ইন্তেকাল করেন। মৃত্যু পর্যন্ত তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি ছিলেন। জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ী এর কৃতি ছাত্রদের মধ্যে সর্বাগ্রে উনাকে গণ্য করা হয়। তিনি এ মাদ্রাসায় শুরু থেকে পড়াশোনা করেন, অতঃপর দারুল উলুম দেওবন্দে উচ্চশিক্ষার জন্য চলে যান,সেখানে শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির নিকট হাদিসের শিক্ষা লাভ করেন, এবং তার ওই সোহবতে থেকে খেলাফত প্রাপ্ত হন। দেশে এসে তিনি এই মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। দিন দিন তার সুনাম সুখি আছি ও জনপ্রিয়তা এলাকায় ছড়িয়ে পড়ে। দূরদূরান্ত থেকে ছাত্ররা ছুটে এসে তার কাছে শিক্ষা নেওয়ার জন্য। অতঃপর তিনি এই মাদ্রাসার শিক্ষা সচিব নির্বাচিত হন, অতঃপর তখনকার মুহতামিম মাওলানা আব্দুস শহীদ সাহেব রহমতুল্লাহি আলাইহি এর ইন্তেকালের পর তিনি মুহতামিম নিযুক্ত হন।