১৪৪৪ হি. মোতাবেক ২০২৩ ঈ. ৭৯তম
بسم الله الرحمن الرحيم
হবিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষাপ্রতিষ্ঠান, ‘জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমামাবাড়ী’-এর ৭৯তম বার্ষিক সভার মুহতারাম সভাপতি, জাতির বিবেক ও পথপদর্শক উলামায়ে কেরাম, উপস্থিত মুরুব্বিয়ানে ইযাম, ইসলাম প্রিয় ধর্মপ্রাণ তাওহীদি জনতা! ঈমানী চেতনায় উদ্দিপ্ত হয়ে এই জামেয়ার ডাকে সাড়া দিয়ে আজ উপস্থিত হয়েছেন, সকলকে কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারকবাদ।
প্রিয় উপস্থিতি! সাড়ে চৌদ্দশত বছর পূর্বে মুহাম্মদে আরাবী সাঃ যে রক্তমাখা দ্বীন আমানত রেখে গেছেন, তাকে হেফাযতের নিমিত্তে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে দ্বীনের মারকায এ মাদ্রাসাগুলোর প্রতি যতœবান হই।
সম্মানিত সুধি! আমাদের এই জামেয়া ইমামবাড়ী প্রতিষ্ঠলগ্ন হতে এ পর্যন্ত দেশ, জাতি ও দ্বীনের খেদমত করে যাচ্ছে। এ যাবত পর্যন্ত শত সহ¯্র তালিবে ইলম এখানে ইলমেদ্বীন অর্জন করে দেশ-বিদেশে দ্বীনের খেদমত করে যাচ্ছে। তৈরি হয়েছেন এখান থেকে বহু হাফেয, আলেম, মুফতী ও মুহাদ্দিস।
আলহামদুলিল্লাহ, এ বছরও জামেয়ার উভয় শাখা থেকে ২১ জন ছাত্র-ছাত্রী দাওরায়ে হাদীস তথা সর্বোচ্চ জামাত টাইটেল সমাপন করে সম্মানের পাড়গি গ্রহণ করবেন। উল্লেখ্য, বর্তমানে এই মাদ্রাসাতে ৭৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছেন। সুদক্ষ ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা তাদেরকে শিক্ষাদান করা হচ্ছে। পর্যাপ্ত ক্লাসরুম ও আলাদা ছাত্রাবাস না থাকায় ছাত্রদের খুবই কষ্ট হচ্ছে। তাই এদিকে সকলের সুদৃষ্টি কামনা করছি।
সম্মানিত উপস্থিতি! এ পর্যায়ে আমি আপনাদের সামনে মাদ্রাসার তিনটি ফান্ডের আয় ব্যয়ের হিসাব পেশ করছি। ২০২১ এর জুলাই হতে ২০২২ ডিসেম্বর পর্যন্ত বোর্ডের অডিটর ও কার্যকরী কমিটি কর্তৃক অডিটকৃত আয় ও ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে।
ফান্ড আয় ব্যয় ঘাটতি তহবিল
জেনারেল ফান্ড ৬৭,৫১,২৭৭/= ৬১,৩৫,০৩৫/= নেই ৬,১৬,২৪২/=
গরীব ফান্ড ১৭,২০,২৪৮/= ২২,৮১,৫১৬/= ৫,৬১,২৬৮/= নেই
মসজিদ ফান্ড ৩,৮৫,৩৫৮/= ৩,৮৪,৮৫৩/= নেই ৫০৫/=
তিনও ফান্ডে মোট ৮৮,৫৬,৮৮৩/= ৮৮,০১,৪০৪/= নেই ৫৫.৪৯৭/=
ভবিষ্যত পরিকল্পনা :
বেরাদারানে ইসলাম! আগামী বছর মাদ্রাসাটি সুচারুরূপে পরিচালনার জন্য মাদ্রাসার গৃহ নির্মাণে ৪০ লক্ষ্য টাকা, উস্তাদগণের সম্মানীভাতা ২৬ লক্ষ্য ২৫ হাজার টাকা, শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় বাবত ৩ লক্ষ্য টাকা। জেনারেল ফান্ডে মোট ৬৯ লক্ষ্য ২৫ হাজার টাকা। এবং গরীব ফান্ডে মোট ২৫ লক্ষ্য টাকা এবং মসজিদের ৩য় তলা নির্মাণ বাবত ২০ লক্ষ্য টাকা। তিনও ফান্ডে মোটা ১ কোটি ১৪ লক্ষ্য ২৫ হাজার টাকার প্রয়োজন। উল্লেখিত বাজেট পূরণে আল্লাহ তা’আলার সাহায্য কামনা করতঃ দ্বীন দরদী, দেশী-প্রবাসী মুসলিম ভাইবোনদের সার্বিক সহযোগিতা, দুআ ও সুদৃষ্টি কামনা করছি। সাথে সাথে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করছি যে, তিনি যেন জামিয়া ইমামবাড়ীর সার্বিক উন্নতির অগ্রযাত্রাকে আরো বেগবান করেন। এবং যারা বিভিন্নভাবে মাদ্রাসার সহযোগিতা করেছেন ও করছেন। তাদেরকে উভয় জাহানে উত্তম প্রতিদান দান করেন। যারা মাদ্রাসা তথা দ্বীনের খেদমত করে পরলোক গমন করেছেন। তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাকাম দান করেন। আমীন….!