প্রাক্তন উস্তাযগন

ক্বারী মাওলানা মিছবাহুজ্জমান রাহ.
কদুপুর, বানিয়াচং উপজেলা। ফাযেলে হাটহাজারী, তিনি প্রায় ৩০ বছর অত্র জামিয়ায় খেদমত করেছেন।

মাওলানা আব্দুশ শহীদ (রহ.)
পুরানগাও, নবীগঞ্জ উপজেলা, ফাযিল. দেওবন্দ
তিনি কর্মজীবনের শুরু থেকে প্রায় ৩ যুগ জামেয়ার শিক্ষক ও সুনামধন্য মুহতামিম ছিলেন।

মাওলানা আব্দুল বারী চৌধুরী (রহ.)
বড় আলীপুর, নবীগঞ্জ উপজেলা
ফাযেলে দেওবন্দ। (জন্ম : ১৯১৬, মৃত্যু : ১৯৯৬)
তিনি দীর্ঘ দিন পর্যন্ত ইমামবাড়ী মাদ্রাসায় শিক্ষকতা করেন। অতপর মুযাহিরুল উলুম ভাঙ্গারখাল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
আল্লামা শায়খ আব্দুর রহমান (রহ.)
ফাযিল. দেওবন্দ, খালিফায়ে মাদানী রহ., (জন্ম : ১৯২৫)ধুলিয়া, বানিয়াচং উপজেলা। তিনি অত্র জামিয়ায় মুহাদ্দিছ ও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাওলানা হাফিজ গোলাম কুদ্দুস (রহ.)
পাইকপাড়া, বানিয়াচং উপজেলা।
ফাযিল. দেওবন্দ, (জন্ম : ১৯২০, মৃত্যু 🙂
দেওবন্দে অবস্থান কালীন হযরত মাদানি (রহ.) মাঝে-মধ্যে তাকে ইমামতির দায়িত্ব দিতেন। তিনি নিজ গ্রামের দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন।

শায়খ মিছবাহুজ্জামান (রহ.)
উমেদনগর, বানিয়াচং উপজেলা।
ফাযিল. দেওবন্দ, তিনি উল্লেখযোগ্য সময় ইমামবাড়ী মাদ্রাসায় শিক্ষকতা করেন। অতপর ১৯৫৮ খ্রিস্টাব্দে শায়খুল ইসলাম মাদানি (রহ.) এর নির্দেশে জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদ্রাসাটি গড়ে তোলেন।

মাওলানা আব্দুল করিম (রহ)
শিবপাশা, আজমিরিগঞ্জ উপজেলা।
ফাযিল. দেওবন্দ, তিনি উল্লেখযোগ্য সময় ইমামবাড়ী মাদ্রাসায় শিক্ষকতা করেন। অতপর নিজ এলাকা শিবপাশায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

মাওলানা শায়খ শরফুদ্দিন (রহ.)
ভেড়াখাল, নবীগঞ্জ উপজেলা।
ফাযিল. দেওবন্দ, (জন্ম : ১৯২৮, মৃত্যু : ২০০৩)
তিনি ৫ বছর অত্র মাদ্রসায় খেদমত করেন অতপর নিজ গ্রামে ভেড়াখাল দারুল উলুম গড়ে তোলেন।

শায়খ আব্দুল হাই (রহ.)
বালিদারা, দিনারপুর, নবীগঞ্জ উপজেলা।
ফাযিল. দেওবন্দ, (জন্ম : ১৯১৫ মৃত্যু : ২০০১)
তিনি ২বছর অত্র জামিয়ায় খেদমত করেন অতপর জামেয়াইসলামিয়া দিনারপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

মাওলানা রমিজউদ্দীন (রহ.)
শ্রীমতপুর, নবীগঞ্জ উপজেলা।
ফাযিল. দেওবন্দ, (জন্ম : ১৯২৪, মৃত্যু: ১৯৭৮)
তিনি এখানে দীর্ঘ দিন পর্যন্ত নেযামতের দায়িত্ব পালন করেন।

খলিফায়ে মাদানী শায়খ সিরাজুল হক চৌধুরী (রহ.)
(জন্ম : ১৯৩০, মৃত্যু : ১৯৯৩)
পুরানগাও, নবীগঞ্জ উপজেলা।
ফাযিল, দারুল উলুম দেওবন্দ।
তিনি দারুল উলুম মৌলভীবাজার এর শায়খুল হাদীস এবং দীর্ঘ ৩৪ বছর পর্যন্ত মুহতামিমের দায়িত্ব পালন করেন।
আল্লামা শায়খ আব্দুল মোমিন (রহ.)
ফাযিল. দেওবন্দ, খলিফায়ে মাদানী রহ. (জন্ম : ১৯৩০, মৃত্যু : ২০২০)
পুরানগাও, নবীগঞ্জ উপজেলা।
তিনি অত্র মাদ্রাসায় শায়খ আব্দুস শহীদ (রহ.) পরবর্তী মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

মাওলানা আব্দুল মান্নান (রহ.)
(জন্ম : ১৯৩৩, মৃত্যু : ২০২১)
সামাজিক ব্যক্তিত্ব ও উস্তাযুল আসাতিযা।
গোজাখাইর, নবীগঞ্জ উপজেলা।
প্রতিষ্ঠাতা মুহতামিম, গোজাখাইর মাদ্রাসা।

শায়খ আব্দুল বারী চৌধুরী (রহ.)
(জন্ম : ১৯৩৩, মৃত্যু : ২০)
রিফাতপুর, নবীগঞ্জ উপজেলা।
ফাযিল, দারুল উলুম দেওবন্দ।

খলিফায়ে মাদানী মাওলানা আলাউদ্দিন (রহ.)
দোকানটুলা, বানিয়াচং উপজেলা।
ফাযিল, দারুল উলুম দেওবন্দ,

মাওলানা আশরাফ আলী (রহ)
কুতুবের চক,শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
ফাযিল, দারুল উলুম দেওবন্দ

মাওলানা উসমান গণী (রহ)
পাইকপাড়া, বানিয়াচং উপজেলা।
ফাযিল, দারুল উলুম দেওবন্দ

মাওলানা আব্দুল ওয়াহিদ (রহ)
বানিগাও, মিরপুর, বাহুবল।
ফাযিল, দারুল উলুম দেওবন্দ, ভারত।
পরবর্তিতে তিনি নিজ গ্রাম একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন

মাওলানা আব্দুল বারী আলাপুরী (রহ.)
জন্ম : ১৯২০, আলাপুর, বাহুবল উপজেলা। তিনি দীর্ঘ দিন ক্বাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম ছিলেন।

মুফতী আব্দুল কাইয়ুম সাহেব দা.বা.
কালানজুরা, বানিয়াচং,বর্তমান শায়খুল হাদীস, উমেদনগর মাদ্রাসা।

হাফিজ মাওলানা আব্দুস সালাম (রহ.)
শ্রীমতপুর, নবীগঞ্জ উপজেলা।
(জন্ম : ১৯৫৩ মৃত্যু : ২০০৭)
খলিফা, আল্লামা শাহ আহমদ শফী (রহ)

মাওলানা আব্দুল হালিম (রহ)
ঘাটুয়া, বানিয়াচংক। মুফতী শিব্বির সাহেবের পিতা। তিনি আজীবন অত্র মাদ্রাসায় খেদমত করেছেন এবং ৪৫ বছরের মধ্যে কখনো মাদ্রাসা বন্ধ দেন নি।

মাওলানা মুতিউর রহমান (রহ) জসমঙ্গলী চারগাও, মিরপুর, বাহুবল।
ফাযিল, দারুল উলুম দেওবন্দ, ভারত।

ক্বারী মোয়াজ্জম হোসেন (রহ)
হলদারপুর, বানিয়াচং উপজেলা।

মাওলানা হোসাইন আহমদ (হাফি) পুরানগাও, নবীগঞ্জ উপজেলা
ফাযিল, দারুল উলুম করাচি, পাকিস্তান।

মৌলভী জাফর আহমদ (রহ)
মান্দারকান্দি, নবীগঞ্জ। অত্যন্ত মেধাবী ছিলেন।

মুফতি আব্দুস সাত্তার (হাফি.)
বড়আব্দা, বানিয়াচং। ফাযিল. দারুল উলুম করাচি,

শায়খুল হাদীস আব্দুল হাই (রহ)
শিবপাশা, আজমিরিগঞ্জ। উস্তাজুল উলামা।

মাওলানা আশরাফ আলী (রহ)
খড়কী, মাধবপুর উপজেলা।
ফাযিল, দারুল উলুম দেওবন্দ, ভারত।

হাফেজ তাজুল ইসলাম (রহ)
নোয়াগাও, নবীগঞ্জ উপজেলা।

ক্বারী মাওলানা আজিজুর রহমান (রহ)
সিকন্দরপুর, বানিয়াচং উপজেলা।

মাওলানা শাহ আব্দুল হামিদ রহ.
গুনই, বানিয়াচং উপজেলা

মাওলানা আব্দুন নুর (রহ) মৃত্যু: ২৯ জুলাই১৯৯৩।শ্রীমতপুর, নবীগঞ্জ উপজেলা।
ফাযিল, দারুল উলুম দেওবন্দ, ভারত।
তিনি অত্র মাদ্রাসায় ৮ বছর খেদমত করেন।

মাস্টার সিদ্দিক আহমদ (রহ)
পুরানগাও, নবীগঞ্জ উপজেলা।
মাওলা শামসুলহুদা (রহ.)
শ্রীমতপুর, নবীগঞ্জ উপজেলা,