জামিয়ার পরিকল্পনা সমূহ
১. নূরানী বিভাগের ছাত্রদের সংকুলান না হওয়ায়, উত্তর পাশের শিক্ষা ভবনের তৃতীয় তলার নির্মাণ কাজ শুরু করা খুবই প্রয়োজন।
২. হিফজখানায় ছাত্রদের সংকুলান না হওয়াতে এর দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু করা জরুরী হয়ে পড়েছে।
৩. ছাত্রদের আবাসিক তাকার জন্য একটি দুতালা বিশিষ্ট ছাত্রাবাস প্রয়োজন যার দৈর্ঘ্য ১২০ ফুট, প্রস্থ ২৩ ফুট।
৪. এতিম ও গরীব ছাত্রদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাওয়ায় তাদের জন্য ফ্রি বোর্ডিং এর ব্যবস্থাকে আরো বৃদ্ধি করা জরুরী হয়ে পড়েছে।
৫. শিক্ষকবৃন্দ সুষ্ঠু ও সুন্দরভাবে লেখাপড়া শিক্ষা দেওয়ার লক্ষ্যে একটি শিক্ষক কোয়াটার অত্যাবশ্যক। যার দৈর্ঘ্য ৩০ ফুট, প্রস্থ ৩০ ফুট ২ তলা বিশিষ্ট।
৬. জামিয়া নিজস্ব একটি লাইব্রেরী / কুতুব খানা আছে, সেটিকে আরো সমৃদ্ধ করার জন্য হাদিস, তাফসির, ইতিহাস, সিরাত গং বিভিন্ন বিষয়ের বহু কিতাবাদি ক্রয় করা নিতান্ত প্রয়োজন। এতে খরচ হবে আনুমানিক ৪,০০,০০০/ লক্ষ টাকা।